সোনালী আঁশ পাট দিয়ে তৈরি হবে বিএমডব্লিউ মার্সিডিজ, প্রস্তাব জার্মানির m...
ফ্রেন্ডস কেমন আছেন? আজ আপনাদের জানাবো নতুন একটা সম্ভাবনার কথা
আমাদের সোনালী আঁশ পাট দিয়ে তৈরি হবে বিএমডব্লিউ-মার্সিডিজ, প্রস্তাব জার্মানির
বিলাসবহুল বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি বাংলাদেশে অ্যাসেম্বলের (সংযোজন) প্রস্তাব দিয়েছে জার্মানি। আমাদের অর্থমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করে এমন প্রস্তাব দেন দেশটির একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, তারা বিএমডব্লিউ অথবা মার্সিডিজ বাংলাদেশে অ্যাসেম্বল করতে চায়। থাইল্যান্ডে যেভাবে অ্যাসেম্বল করে, সেভাবে এখানে করবে। অর্থাৎ তারা বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের কিছু পার্টস তৈরি করবে এবং কিছু পার্টস বিদেশ থেকে আসবে। পরে এটা এখানে অ্যাসেম্বল করবে
‘জার্মানদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের তাই আশা করা যায় আগামী মার্চ মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে দেশে সফরে গেলে বিষয়টি চূড়ান্ত হতে পারে।’
, ‘তারা এ মুহূর্তে আমাদের প্রস্তাব দিচ্ছেন যে, তারা বড় আকারে আমাদের পাট শিল্পকে ব্যবহার করতে চান। পাট শিল্প ম্যানেজ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। তাই এটা অত্যন্ত উত্তম প্রস্তাব। আমরা বলেছি, আপনারা আসেন এবং ব্যবসা করেন। আর মার্সিডিজের ভেতরে ব্যবহৃত অনেক কিছুই পাটের পণ্য। জার্মানির যত গাড়ি আছে, সব গাড়ির ভেতরে পাটের অনেক জিনিস আছে।’
জার্মানির বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজার-সুবিধার জিএসপি সুবিধা পাচ্ছে বাংলাদেশ I
আজ এই পর্যন্তই , আমাদের সাথে থাকুন আমরা নতুন কোনো সুসংবাদ নিয়ে আবার আসবো, আপনার মতামত কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ
-
T he iPhone 11, Apple announced the iPhone 11 Pro https://arrowbd.site/ Apple made its most ambitious pitch yet for the iPhone as a d...
-
ফ্রেন্ডস কেমন আছেন? আজ আপনাদের জানাবো নতুন একটা সম্ভাবনার কথা আমাদের সোনালী আঁশ পাট দিয়ে তৈরি হবে বিএমডব্লিউ-মার্সিডিজ, প্রস্তাব জার্মানি...
-
Models Samsung Galaxy S10+ Network Technology GSM / CDMA / HSPA / EVDO / LTE 2G bands GSM 850 ...